Tue, December 3, 2024
শুক্র বার দেখা যেতে পারে চাঁদ শনিবার ঈদ আবহাওয়া অধিদপ্তর - toptipsbd.wapkiz.mobi
Home » জাতীয় » শুক্র বার দেখা যেতে পারে চাঁদ শনিবার ঈদ আবহাওয়া অধিদপ্তর

শুক্র বার দেখা যেতে পারে চাঁদ শনিবার ঈদ আবহাওয়া অধিদপ্তর

admin March 31,2024 জাতীয় 0 79
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২২ এপ্রিল) কিংবা রোববার (২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ কবে হবে তা এখনো জানা নেই কারো। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদযাপন করা হবে ঈদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজানের দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। আরও পড়ুন>> মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার নাকি শনিবার? গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতি মাসেই চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখা। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত সময়ের মধ্যে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে ও তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে। আরও পড়ুন>> মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ ও সেসময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির ওপরে। তাই সেদিন বাংলাদেশের সব স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে। জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুল রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।
ABOUT AUTHOR


admin
Shahoriya (Administrator & SEO)
I Like To Share News.
If You Have Any Problem Contact
0 COMMENTS
Be The First To Comment Here

Leave a Reply

Name:


Comment:


Share On